অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... ঝুম ঝুম চঞ্চল বৃষ্টি দূরে বহু দূরে দৃষ্টি, স্নাতো হয়ে দেহ মন উদাসি বড় যে এখন। মৌনতা ভেঙ্গে মনেরো মাঝে তোর কথা মনেতে পড়ে! নিসঙ্গতার শূণ্যতায় বন্দি করে আছিস আজ কত দূরে! কিছু না বলা কথা আজো বুকেরো মাঝে বেধে বড়, কেবলি চায় প্রকাশের ভাষা হায়রে প্রেম হায়রে সর্বনাশা। আর কত ধ্বংসের দহন জ্বলে পুড়ে যাচ্ছে জীবন, কোথা পাবো শান্তির দেখা শূণ্য এ প্রাণে জাগবে কি ভাষা? আসবে কি কেউ নিয়ে পূর্ণতা মিটবে কি অপূর্ণ আশা???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।