অপূর্ণ আয়োজন
নতুন বছরে নতুন আঙিকে
হালখাতা খুলে বসেছি,
হৃদয়াঙ্গন প্রীতির রঙিন
ফুলে ফুলে সাজিয়েছি,
হিসেবের খাতা মেলানোর ভার
বিবেকের কাছে ন্যস্ত,
নবঅনুরাগে, শিহরন জাগে
মহাজন তাই ব্যাস্ত,
প্রশ্ন করেছি নষ্ট ক্ষণের
মূল্য পেয়েছো কি?
বিবেক জানায় সরল উত্তর
‘অদ্যাবধি বাকী’।
সুধায় আমার এত আবেগের
মূল্য দেয়নি কেউ?
বলে অকপটে ‘ভাসিয়েছে তাকে
জীবন নদীর ঢেউ’।
জানতে চেয়েছি ঝরা অশ্রুর
মূল্য পাওনি তুমি?
বলে সে ‘বৃথাই চেষ্টা করেছো
ভেজাতে সে মরুভূমি’।
জিজ্ঞাসা করি ভরেছে কি খাতা
শত কবিতার দামে?
হেসে বলে ‘সেতো উৎসর্গিত
হয়ে আছে কারো নামে’।
আশাহত হয়ে বন্ধ করেছি
এই হৃদয়ের দ্বার
বিদ্রুপ হেসে বলেছে বিবেক
ভূল করোনা তো আর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।