আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ণ আশা

কিছু হাসি মানুষকে কাঁদায়, কিছু হাসি মানুষকে আনন্দিত করে।

জেগে জেগে অবশেষে ঘুমিয়েছে গতরাতে। মুয়াজ্জিনের আযানের ধ্বনি শুনে আবার জেগেছি প্রভাতে। তারপর ওযূ করে টুপি নিয়ে হতে, চলে গেছি মসজিদে নামাজ পড়তে। একসময় ভোর হয় চেয়ে দেখি চারদিক।

সূর্য্যের আলোয় শিশির গুলো করছে ঝিকমিক। আজ বুধবার সাত সালের চৌদ্দই মার্চ। জন্মদিনের তালে তালে প্রকৃতি যেন করছে নাচ। অসাবধানতায় দু'দিন আগে ভেঙ্গেছি মসজিদের কাঁচ। হয়তো তাই মনে আনন্দ নেই বেদনা ভরা চৌদ্দই মার্চ।

মনে করেছিলাম সে আসবে আমার জন্মদিনে। ভালবাসার একটা স্বপ্ন তাকে দেব কিনে। সে এলো না আমার সবকিছুই হলো নষ্ট। অবশেষে হৃদয়ের কোণে জমা হলো কিছু কষ্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।