আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ণ

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ

দুপুরের রোদে কান্ত পথিক ছায়ায় একটু শান্তি খোঁজে কিন্তু থামিয়ে দেয় না গতি মাঝে একটু জিরিয়ে আবার চলে পথিক। চলার শেষ নেই কারোরই পা-হারা পথচারী অদৃশ্য পা নিয়ে ছুটে চলার বাস্তবতার অনেক দূরে যাওয়ার সাধ আছে সবার, সাধ্য নেই। শুনেছি, অনেকে বিজয় দেখেছে বক্তারা বলেন কথার ফুল ঝুরিতে কর্মী তখনও হয়তবা ভাবে তৃপ্তি হয়নি, সে নিরম্বু পুজারি, কেবল পান করেছে। অনেক স্বপ্ন দেখার ছিল কিন্তু অচেতন ঘুমের ঘোরে নিছক কাপড়ই ভিজেছে যা সাধ ছিল তা রইল অবিচল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।