আমাদের কথা খুঁজে নিন

   

আসাদ (জীবনের গল্প)

A Hero will Rise Up Just In Time আসাদের মনে আজ খুব আনন্দ। এতদিন খুব চিন্তায় ছিল ও। আজ ডাক্তার নিশ্চিন্ত করলো, ওর একটা কিডনি নষ্ট হয়েছে আরেকটা একদম ঠিক আছে, চিন্তার কিছু নাই। একটা কিডনি নিয়েই আসাদ ভালোভাবে বেঁচে থাকতে পারবে। জীবনকে প্রচন্ড ভালোবাসে আসাদ, ভালোবাসে আকাশ, বাতাস, পাখি, নদী সবকিছুকে।

আর প্রচন্ড ভালোবাসে ওর মাকে। ওর কিডিন নষ্ট হয়েছে শুনে তো ওর মা কাঁদতে কাদতে শেষ। আজ মাকে যেয়ে জড়িয়ে ধরবে আসাদ। বলবে, তোমার ছেলে চিরদিন তোমার পাশে থাকবে মা, তোমাকে ছেড়ে কোথাও যাবেনা, কখনও না। হাসপাতালের একটা রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রুমের ভিতর থেকে প্রচন্ড কান্নার শব্দ শুনলো আসাদ।

কৌতুহল বসে রুমের ভিতরে ঢুকলো। বেডে একটা ছোট মেয়ে শুয়ে আছে। পাশে চেয়ারে বসে একজন মহিলা কাঁদছে। মনে হয় মেয়েটার মা হবে। নার্সের কাছে আসাদ শুনলো, মেয়েটার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।

ইশ, এত ছোট একটা মেয়ে, জীবনের কিইবা দেখেছে। খুব খারাপ লাগলো আসাদের। কিন্তু কিছুই করার নাই আসাদের। রুম থেকে মন খারাপ করে বের হয়ে আসলো আসাদ। একটা নদীর পাশ দিয়ে হাটছে আসাদ।

এখন ওর মনটা আরো বেশী ভালো। খুব এনজয় করছে আকাশ, নদী, পাখি। দুনিয়াটা এত সুন্দর কেন? কেন? শুধু মায়ের মুখটা চোখে ভেসে উঠলেই হু হু করে উঠছে বুকের ভিতরটা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.