বৃহস্পতিবার সামরিক বাহিনী দিবসের এক বার্তায় তিনি একথা বলেন।
বার্তায় আসাদ বলেন, “আমরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত না থাকলে দুই বছরেরও বেশি সময় ধরে শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাওয়া বা তাদেরকে প্রতিহত করার সক্ষমতা আমাদের থাকত না।”
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আসাদের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
সিরিয়ায় ২৮ মাসের গৃহযুদ্ধে বহু এলাকাই বিদ্রোহীদের দখলে চলে গেলেও সম্প্রতি কয়েক সপ্তাহে আসাদের সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে দামেস্কর আশেপাশের এলাকাসহ লেবাননের সীমান্তর্বর্তী আরো কয়েকটি শহর থেকে তাদেরকে হটিয়ে দিয়েছে।
আসাদ তার দীর্ঘ শাসনের বিরুদ্ধে এ বিপ্লবকে বিদেশিদের মদদপুষ্ট সন্ত্রাসীদের লড়াই হিসাবে অভিহিত করেছেন।২০১১ সালের মার্চে সিরিয়ায় শুরু হওয়া গণতন্ত্রপন্থি বিক্ষোভ-আন্দোলন সামরিক শক্তি ব্যবহার করে দমন করা থেকে দেশটিতে সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয়।
সামরিক বাহিনীর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ওই বার্তায় আসাদ সেনাবাহিনীর উদ্দেশে বলেন, “সিরিয়ায় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনী বিরল সাহসিকতা দেখিয়েছে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।