আমাদের কথা খুঁজে নিন

   

বৃটিশ আমলের মাটির পাত্র

আমার ব্যক্তিগত ব্লগ

কটকা গিয়েছেন? এটা সুন্দর বনের দক্ষিনে এক অভয়ারণ্য। এখানে বনের মাঝে একটু ফাকা দেখবেন সাগরের পাশে। সেখানে ভাংগা পট বিছানো, বেশ অনেক খানি জায়গা জুড়ে। পটগুলো নেড়ে চেড়ে দেখলাম। এগুলোতে বৃটিশ আমলে পানি ফুটানো হতো।

লবন উৎপাদনের জন্য। কোন কোন পট নতুন, কোনটাতে পোড়ানোর দাগ। আরেকটু সাগরের তীরের দিকে গেলে দেখা যায় পুরানো ইট। এখানে ইটের চুলা ছিল। বেশ কিছু আস্ত পট পাওয়া গেল এখানে।

বৃটিশরা বাংলাদেশিদের ধরে এনে এখানে বাধ্য করত থাকতে। অনেকটা দাসের মতোন। ছেড়ে দিয়ে চলে যেত 6 মাস বা 1 বছরের জন্য। বেচারাদের কোন নিরাপত্তা ছিলনা। ওরা বাঘের ভয়ে উচু জায়গায় বাসা বানিয়ে থাকত।

বনের ভিতরে এখনও তার প্রমান পাওয়া যায়। তবে আমরা এত গভিরে যাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.