জীবনে বাজেটের জন্য এত চরমভাবে ওয়েট করি নাই এবার যেমনটা করছি এবার। শানে নুযুলটা খুলে বলি সংক্ষেপে। শেয়ার বাজারে নিজের সমান্য পুজি ৭/৮ টাকার প্রায় আধেক খুইয়েছি গত ধাক্কায়। এবার সে ক্ষতিটা পোষাতে বেশ কিছু ভালো কোম্পানীর শেয়ার কিনেছি। এখন যদি কিছু কিচু ডিসিশন হয় তবে আমার এসব শেয়ারের দাম বাড়বেই বাড়বে। যেসব ডিসিশনের জন্য ওয়েটাইতেছি সেগুলো হলো : - পুজিবাজারের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ - ব্যাংকগুলোর মুনাফার একটা অংশ পুজিবাজারে বিনিয়োগে বাধ্যতামুলক করা - পুজিবাজারে মুনাফার ওপর ১ বছর কোন কর না নেয়া - আরো কিছু প্রণোদনামুলক ব্যবস্থা। তো দোয়া রাইখেন সবাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।