শব্দশিখা জ্বলে...
হ্যান্স ওসট্রম
অনুবাদ: আবদুর রব
কক্ষটি আমাদের প্রবেশের অপেক্ষায়। সাময়িকীগুলো পড়ে থাকে। আমরা একে অপরের চিন্তা সংগ্রহ করি, ব্যর্থ হই, ফিরে যাই নিজের ভেতরে।
ওয়েটিং রুমটি ধর্মশালার চেয়েও নীরব। একটা দরোজা অসভ্যের মতো খুলে যায়।
নাম ডাকার লোকটির হাতে ফাইল, একটা নাম ডাকে সে স্পষ্ট করে। আমাদের ভেতর থেকে একজন উঠে দাঁড়ায়। কেউ গুডবাই কিংবা গুডলাক বলে না। হাঁস-মুরগির খাঁচায় ঢোকার মতো দ্রুত আমরা আবার অপেক্ষায় রত হই। যতদিন ওয়েটিং রুম আছে ততোদিন পৃথিবী শেষ হবার নয়।
হলে ব্যাপারটা হবে খুবই নাটকীয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।