আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েটিং ফর গডো: একটি সাময়িক পোস্ট

গেরিলা কথাবার্তা

মি. গডো আসবেন। তার জন্য আমাদের অপেক্ষাসমূহ কী যে অসহ্য। আমাদের সময়গুলো দাড়িয়ে থাকে স্থির। পাত্থরের মত। আমরা কথা বলব? চুপ, এখন না।

মি. গডো আসবেন। তার অপেক্ষায় আমাদের কথাসমূহ বন্দী। কথা আসলে তাকে গিলে ফেলতে হবে। আমাদের ঠোঁটে আপাতত জলপাই রঙের ক্লিপ। কত্থা বলা বারণ।

কত্থা জরুরী অবস্থা ভঙ্গ করে। আমরা কি নিঃশ্বাস নিতে পারব মাননীয় জলপাই গাছ? চুপ বাঞ্চত। নিঃশ্বাস নেয়া ছাড়া যদি কখনো বেঁচে থাকা যায় তবে সে চেষ্টা কর। কারণ নিঃশ্বাস বড়ই শান্তিহারক। আমরা কি বেঁচে থাকতে পারবো মাননীয়, যদি একটু দয়া করে বলেন, এতে জরুরী বিধিমালা ভঙ্গ হয় কিনা।

অথবা এই বিধি ভঙ্গ করলে আমরা কতদিন নাগাদ মৃত্যু বরণ করবো। আমরা একবার মরে অন্তত বেঁচে যেতে চাই। মি. গডোর জন্য আমাদের এই অসহ্য অপেক্ষার থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.