আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েটিং ফর গডো

রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি

আমরা বাঙ্গালীরা মনে হয় অনেক ধৈর্য্যশীল। ধৈর্য্য ধরে আমরা দিনের পর দিন পার করছি একটি ভাল সময়ের অপেক্ষায়। কিন্তু সেই সময় আর আমাদের ধরা দেয় না। আমাদের স্বাধীনতার পর সবাই ধারনা করেছিল এবার আমাদের দেশের উন্নতি হবে কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশ ভালো মত খাড়া হওয়ার আগেই আবার তা ভেঙ্গে গেলো হত্যা করা হলো বঙ্গবন্ধুকে। এর পর আবার উথাল পাথাল অবস্থা অনেক ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে দেশ আবার স্থির হলো জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর।

কিন্তু এবারো হলো না ঘাতকের হাতে তার মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্ত হল আরেকটি অধ্যায়ের। জনগন হয়ে থাকলো নিরব দর্শক। ক্ষমতার বদল হল আসলো স্বৈরশাসক এরশাদ কিন্তু দেশের মানুষের ভাগ্যর বদল হলোনা। বাড়লো মানুষের অপেক্ষার পালা, এই অপেক্ষা আরও দীর্ঘতর হলো এরশাদের নয় বছরের শাসনে। ৯০ এসে এরশাদ গদি ছাড়লো আর সবাই ভাবলো গনতন্ত্র এসে দেশ পুরো বদলে দেবে জনগনের ভোটের সরকার তাদের কথা না ভেবে কি পারে কিন্তু যে লাউ সেই কদু জনগনের কথা আর কেউ ভাবে না ।

গনতন্ত্রের লাভের লাভ হলে সংসদ ভবনে চিত্রায়িত কিছু সিনেমা দেখা কিছু গালি শেখা। স্বৈরশাসনে খাওয়ার লোক কম ছিল গণতন্ত্রে এসে যেন খাওয়া লোক বেড়ে গেল। ৭১ এর রাজাকার রা ভোটে জিতে নিজেদের ক্ষমতা প্রমান করলো। এভাবে তিন সরকার কেটে গেল, এদের কারও সাথে রাজাকারদের গলায় গলায় পিড়িত কারও সাথে স্বৈরাচারের। আর জনগন নিরব দর্শক বসে বসে নাটক দেখে।

কিন্তু তাদের ভাগ্য আর বদলায় না অনেক কাহিনীর পর বর্তমান সরকার আসলো সবাই ভাবলো এবার বোধ হয় ভাগ্য বদল হবে কিসের কি জনগনের অবস্থা আরও খারাপ। কথায় আছে পেটে খেলে পিঠে সয় কিন্তু মানুষ এখন পেটকেই খাওয়াতে পারছেনা সহ্য করবে কি করে। দেশে বিদ্যুৎ নেই গ্যাস নেই শুধু নেই আর নেই, একটা সরকার আছে বটে তারা বোধ হয় লোডসেডিং এর জন্য জনগনকে দেখতে পারছেনা। ফলে জনগনের আর কি করা আবার অপেক্ষা করো । জনগন আসলে গডোর অপেক্ষায় আছে যে এসে সব বদলে দেবে, তাদের ভাগ্যের ও পরিবর্তন করে দেবে।

আসছে নতুন সরকার কি পারবে জনগনের গডো হতে? আবার অপেক্ষায় থাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.