দুষ্ট ছেলের আহবান রাজধানীতে পৃথক ঘটনায় ১৯ লাখ টাকা ছিনতাই হয়েছে। সেগুনবাগিচায় প্রাইভেটকারে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে ১৫ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গুলিতে প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে চূর্ণবিচূর্ণ হয়।
এ ঘটনায় গাড়িচালক শফিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সোমবার দুপুরে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইকারীরা ৪ লাখ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সেগুনবাগিচায় ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকার চালক শফিক জানান, দুপুর ১২টার দিকে টঙ্গীর গ্যালাক্সি সোয়েটার কারখানার কর্মচারী আবুল বাশার ও ফারুক মতিঝিল জনতা ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা তোলেন। এরপর প্রাইভেটকারে করে টঙ্গীর উদ্দেশে রওনা হন। এ সময় সেগুনবাগিচার ৬/৬, নগর ছায়ানীড় ভবনের সামনে ৬-৭ যুবক কারটির গতিরোধ করে।
তারা গুলি করে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে। এ সময় দুর্বৃত্তরা গাড়িতে রাখা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সোয়েটার কারখানার মালিক ইউনুস বাদল ঘটনাস্থলে আসেন। তিনি ফ্যাক্টরি কর্মচারীদের কথা শোনেন। কিন্তু তাদের বক্তব্য সন্দেহজনক মনে হলে তিনি গাড়ি চালক ও অপর দুই কর্মীকে পুলিশে সোপর্দ করেন।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, ছিনতাইয়ের ঘটনা রহস্যজনক। আটক ৩ জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মতিঝিলে ৪ লাখ টাকা ছিনতাই : এদিকে সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে দিনে-দুপুরে অস্ত্রের মুখে ৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। জানা যায়, পুরানা পল্টনের ব্যবসা প্রতিষ্ঠান রেনবো হলোগ্রামের কর্মচারী শুভ্র দাসসহ দু’জন দিলকুশার ডাচ-বাংলা ব্যাংক প্রিন্সিপাল শাখা থেকে ৪ লাখ টাকা তুলে অফিসের দিকে যাচ্ছিলেন।
এসময় দৈনিক বাংলার অদূরে দু’টি মোটরসাইকেলে ৫ ছিনতাইকারী এসে অস্ত্রের মুখে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।