আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর প্রকাশ্যে ‘এরিয়া ৫১’

এরিয়া ৫১ যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে ৮০ মাইল উত্তর-পশ্চিমে গ্রুম লেকের কাছে অবস্থিত। এই এলাকা বিষয়ে মার্কিন সরকারের অসম্ভব গোপনীয়তার কারণে বিভিন্ন সময় নানা গুজবের জন্ম দিয়েছে এরিয়া ৫১। এমনকি এ এলাকায় ইউএফও বা ফ্লাইং সসারের আনাগোনার ফলেই এত গোপনীয়তা-- এমন গুজবও ছিল।
প্রকাশিত নথিতে উল্লেখ রয়েছে, বিমানের পরীক্ষা-নিরীক্ষা এবং ইউ-২ পাইলটদের প্রশিক্ষণের জন্য ১৯৫৫ সালে ওই এলাকাটি কর্মকর্তারা নির্বাচন করেছিলেন। এরপরে ইউ-২ বিমান ও তার পরবর্তী সংস্করণের বিমান উড়ার স্বার্থে এলাকাটিতে নির্মিত এয়ারস্ট্রিপ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। তবে ১৯৭৪ সাল থেকে এ পর্যন্ত এলাকাটি কী কাজে ব্যবহৃত হয়েছে তা সিআইএ প্রকাশিত নথিতে পাওয়া যায়নি।
এবারই প্রথম স্পষ্টভাবে সরকারের কোনো নথিতে এরিয়া ৫১ বিষয়ে তথ্য জনগণের জন্য প্রকাশ করা হয়েছে। ম্যাশএবল জানিয়েছে, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় ২০০৫ সালে করা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির দাবির প্রেক্ষিতে মার্কিন সরকার এসব নথি প্রকাশ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।