আমাদের কথা খুঁজে নিন

   

''''''''''''''প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ করা হোক'''''''''''''

SHADOW OF LOVE

ধুমপান স্বাস্হ্যের জন্য ক্ষতিকর এটাজন সাধারন যেমন জানেন, বিশেষগ্ঞরা ও তেমনি বলে থাকেন। আমাদের দেশের প্রচলিত বিধান মতে, সিগারেটের প্যকেটের গায়ে লেখা থাকে ''ধূমপান স্বাস্হ্যের জন্য ক্ষতিকার''। প্রশ্ন হল সরকার যদি আমাদের সবার জন্য স্বাস্হ্য নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ হয়ে থাকেন তাহলে যে জিনিস স্বাস্হ্যের জন্য ক্ষতিকর তা বিক্রির জন্য অনুমতি দেন কি করে? সরকার হয়তবা সিগারেট কোম্পানিগুলোর কাছ থেকে প্রাপ্ত রাজস্বের বিষষয়টি বিশেষ গুরুত্ব দেন বলেন সিগারেট উৎপাদন বন্ধ করতেন পরছেন না।কিন্তু তাই বলে কি প্রকাশ্যেধুমপান নিষিদ্ধ করা যায় না? আমার সবাই জানি,যিনি ধুমপান করেন আর যিনি তার কাছে থাকেন উভয়েই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। একজন ধুমপায়ীর খামখেয়ালিপনার করনে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা নিশ্চয় কাম্য হতে পারে না। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বাস, ট্টেন, স্কুলকলেজ, অফিস আদালতসহ সর্বএ প্রকাশ্যে ধুমপান শাস্তযোগ্যঅপরাধ হিসেবে কঠোর আইন প্রণয়ন করা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.