ধসে পড়ার ১৭ দিন পর রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারী শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।বৈজ্ঞানিক সব বাস্তবতাকে দূরে সরিয়ে দীর্ঘ ১৭ দিন অভুক্ত থেকে আমাদের জীবিত দুনিয়ায় ফিরে আসাটা স্বয়ং আল্লাহর কুদ্রতি হাতের ইচ্ছায়ই কেবল সম্ভব।রানা প্লাজার বেইজমেন্টের মসজিদের এক কোনায় রেশমা ছিলেন।খোদার ঘরে খোদা তাকে আপন কোলে বাঁচিয়ে রেখেছিলেন।শাহিনাকে পেয়েও কাছে রাখতে পারিনি।রেশমাকে দিয়ে খোদা সেই অলৌকিকতা আবার দেখিয়ে দিলেন।সবাই বলুন “আল্লাহু আকবার”।হে খোদা আমাদের আরও রেশমাকে ফিরিয়ে দিয়ে মায়ের শূন্য কোলকে ভরিয়ে দাও।আবারও বলুন “আমিন”।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।