পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
বেশ কিছুদিন পরে একদিনের জন্য আজ দেশের বাড়ী গেলাম । শীতের পিঠে সহ অনেক কিছু খাওয়া দাওয়া হলো ও সব ছবি দিয়ে আমি কারো কথা শুনতে রাজী নই তাই শুধু এলোমেলো ছবি।
পোস্টটি মুনকে উৎসর্গ করা হলো, কারন সে মিশরীয় স্বাদ বদলাতে চাচ্ছে
গ্রামের পথে
ইছাখালি নদী
ইছাখালি ব্রীজের উপর আমি
আমার ও বোনের স্বামীর সিগারেট ব্রেক, অবশ্য তারা সীনে নেই
নদীর বুকে খেয়া পারাপার
গ্রামের ছায়া ঢাকা সুড়ি পথে হেটে বেড়ানো
বাড়ীর পেছনে একটা পোড়ো বাড়ী
ফেরার পথে বিলের মাঝে চলন্ত গাড়ীর জানালার ভেতর থেকে তোলা
ছবিগুলো আমার অপটু হাতে তোলা।শুধু আমার ছবিটা ছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।