সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার গাগরামারী ও পার্শ্বেমারী এলাকায় অভিযান চালিয়ে ১৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দেশীয় তৈরি সাতটি অস্ত্র ও পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের অপারেশন অফিসার আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্যামনগর উপজেলার গাগরামারী ও পার্শেমারী এলাকা থেকে ১৪ জলদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে এ সময়, চারটি রাম দা, দু'টি ছোরা, একটি চাপাতি , একটি বল্লম ও পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়।
আটককৃতদের নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের সংখ্যা ১৪ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা ৫৫ মিনিট) আটককৃতদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছিল।
শ্যামনগর থানার ওসি সাগীর মিয়া জানান, শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের একটি চিংড়ি ঘের দখল করার জন্য জলদস্যুরা গাগরামারী ও পার্শ্বেমারী এলাকায় এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড তাদের আটক করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।