আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশীয় খেলার একটি তালিকা

সাধারণ মানুষ আমাদের কিছু নিজস্ব খেলা আছে। বিশ্বায়ন ও অপসংস্কৃতির ভিড়ে এই খেলা গুলো আজ প্রায় বিলুপ্তের পথে। এই দেশটা আমাদের। এই দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমাদেরই উচিত এই খেলা গুলো বাঁচিয়ে রাখা।

এই ব্যপারে স্কুল গুলো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। মাননীয় শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া টেলিভিশনে এই খেলা গুলোর নিয়ম নিয়ে যদি ডকুমেন্টারি প্রচার করা হয়, তাহলে হয়তো এই খেলা গুলো আবার জনপ্রিয় হবে। ইলেক্ট্রনিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশি খেলার একটি তালিকা তৈরি করেছি।

অনেক খেলা বাদ পরতে পারে। বাদ পরলে মন্তব্য করুন। আর দেখুনতো এর মধ্যে কোন কোন খেলা আপনি ছোটবেলায় খেলেছিলেন বা এখনো খেলেন। কিভাবে এই খেলা গুলো জনপ্রিয় করা যায়? আপনার পরামর্শ থাকলে জানান। ১) হাডুডু/ কাবাডি ২) সাত চাড়া ৩) পিঠ ফাটানি ৪) বউ ছি ৫) দাড়িয়া বান্ধা ৬) মোরগ লড়াই ৭) ষোল গুটি ৮) তিন গুটি ৯) বাঘ- বকরি ১০) কানামাছি ১১) মাংস চোর ১২) গোল্লাছুট ১৩) কুত কুত (বোবা কুত কুত, কেঁচি কুত কুত) ১৪) চোর- পুলিশ ১৫) বরফ পানি ১৬) রাম সাম জদু মদু ১৭) সাত পাতা/ পাতা পাতা ১৮) ফুল টুক্কা ১৯) লুকোচরি ২০) রুমাল চোর ( নতুন দুলাভাই এর সাথে এই খেলা কত খেলতাম!!) ২১) ইচিং বিচিং ২২) মার্বেল ২৩) ওপেন্টি বায়োস্কোপ ২৪) নৌকা বাইচ ২৫) লাঠি খেলা ২৫) গুটি খেলা (অনেক ইতিহাস আছে!!) ২৬) ষাঁড়ের লড়াই ২৭) ঘোড়া দৌড় ২৮) পুতুল খেলা ২৯) নুনতা খেলা ৩০) রান্না বান্না খেলা ৩১) কুমির কুমির খেলা ৩২) এলোনা বেলোনা খেলা ৩৩) হাত পাঞ্জা খেলা ৩৪) জব্বারের বলী খেলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.