পুরনো আমিটাই ভাল ছিলাম... এসো শব্দে বাঁধি ঘর শব্দ পরস্পর, চোখে মেঘলা মনোহর বর্ষা ঝরঝর। এসো ছন্দে তুলি ঝড় ছন্দ মর্মর, কথা কর্ষে কারিগর সুপ্ত উর্বর। এসো বন্ধু কবিতায় বন্ধু উপমায়, ভেঙ্গেচূরে অসহায় দীর্ণ দোটানায়। এসো শুদ্ধ করি মন শুদ্ধ যৌবন, হাতে হাত রেখে পণ দৃপ্ত অগণন। এসো জ্যোৎস্না করি পান জ্যোৎস্না অফুরান, ঠোঁটে সিক্ত অভিমান রিক্ত আহবান। এসো কাব্যসুধা শুষি কাব্য বারোমাসি, ঝরে নির্ঝরা হাসি তৃপ্ত উল্লাসী। এসো মুক্ত করি ভার মুক্ত পারাপার, ধ্বনি নৃত্যে চরাচর জোনাক আঁধার। এসো স্নিগ্ধ অভিলাসে স্নিগ্ধ অবকাশে, আজ একটু বস পাশে মৌনী ভালবেসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।