যতই বলা হোক- গনতন্ত্র নাই বিচার ব্যবস্থা উচ্ছন্নে গেছে, হেন তেন এসব অতি আহ্লাদী কথা হে, সুখে থাকলে ভূতে কিলায় তা বলতেই হয়, আরো বলতে হয় আমাকেÑ ‘হারামজাদা’ বলে লাথি তো খাওনি তুমি! কেন লাথি মারবে তোমাকে? এমনি এমনি! -শোননি যেন কোন কালে? লাথি মারার কারনের অভাব হয় নাকি? যেমন ধরো- কেন একটা আস্ত কমলা খাচ্ছ তুমি? অথবা ধরো- কেন দাঁড়িয়ে আছো বুক টান করে? অথবা কেন সুর্যাস্ত দেখতে গেলে কিংবা পাখীর শীষ শুনে কেন তুমি কবি কবি হয়ে একটা গান নিজেই গেয়ে ফেললে? নিতান্ত একটা মানুষের ছা হয়ে নিজেকে আসলেই একটা মানুষ ভেবে ফেলেছো তুমি? এ তোমার কেমন বাড়াবাড়ি বলো? তোমার ভাগ্য ভালোই বলতে হ্েব, এখোনো তুমি, আমরা যারা যুদ্ধ করে স্বাধীন করেছি দেশ, সেই দেশে, হেঁটে চলে বেড়াচ্ছো, নাম ধাম ঠিকানা নিয়ে ভালোই কাটাচ্ছো দিন, এর চেয়ে বেশী চাওয়া ভারী অন্যায় হে! যদি তুমি বুঝতে \
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।