কার্বন ডাইঅক্সাইডকে বিদ্যুতে রূপান্তরের প্রক্রিয়া আবিষ্কার করেছেন গবেষকরা। সম্প্রতি নেদারল্যান্ডসের একদল গবেষক এ প্রক্রিয়াটি উদ্ভাবন করেছেন। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি তাদের গবেষণার ফলাফল, ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটার্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।
প্রক্রিয়াটিতে পানি ও বিশেষ একটি পর্দার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে আলাদা করে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা হয়। প্রক্রিয়াটি সম্পন্ন করতে গবেষকরা একটি বড় পানির ট্যাংক স্থাপন করেন।
তারা পানির ট্যাংকটির দুপাশে দুটি বিশেষ পর্দা লাগান, যার একটি দিয়ে শুধু পজিটিভ আয়ন এবং অন্যটি দিয়ে শুধু নেগেটিভ আয়ন চলাচল করতে পারবে। পর্দা বাদেও তারা ট্যাংকটিতে একটি ইলেকট্রোলাইট স্থাপন করেন।
এরপর পানিতে কার্বন ডাইঅক্সাইড পাম্প করা হলে তা পজিটিভ হাইড্রোজেন আয়নে পরিণত হয়। এ আয়নটিকে নেগেটিভ চার্জের মাধ্যমে বায়োকার্বনেটে রূপান্তরিত করা হয় এবং বিশেষ পর্দাটি শুধু ইলেকট্রন রয়েছে এমন আয়নকে এক পাশ থেকে অন্য পাশে স্থানান্তর করে।
এভাবেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করার পর বিদ্যুৎ শক্তি পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।