বায়ুমণ্ডলে ধরিত্রীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই-অক্সাইডের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া বিশ্ব এই ঝুঁকির এক নতুন পর্বে প্রবেশ করেছে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান ক্রিস্টিনা ফিগুয়ারেস। সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন। এর আগে গত সপ্তাহে বায়ুমণ্ডলে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্যাসের উপস্থিতি ৪০০ পিপিএম (পার্টস পার মিলিয়ন) ছাড়িয়ে গেছে বলে জানান মার্কিন আবহাওয়া বিজ্ঞানীরা। যা পৃথিবীর ইতিহাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের সর্ব্বোচ্চ মাত্রা। ফলে এটিকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন ফিগুয়ারেস। বিশেষজ্ঞদের মতে, লাখ লাখ বছরেও এ পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা এমন বিপদজনক পর্যায়ে পৌঁছায়নি। এর ফলে পৃথিবী এখন ৩০ থেকে ৫০ লাখ বছর আগের প্রাগৈতিহাসিক যুগের জলবায়ুতে ফিরে যাচ্ছে। ফিগুয়ারেস তার বিবৃতিতে বলেন, ‘এখন আমাদের অবশ্যই সজাগ হতে হবে এবং মানুষের নিরাপত্তা, কল্যান এবং অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।’ এই নিশ্চিত ঝুঁকি মোকাবেলায় কার্যকরী নীতি গ্রহণের বিকল্প নেই বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।