বানের জলে ধুয়েমুছে যাক সব জঞ্জাল #দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরম তুঙ্গে, ইউরোপজুড়ে, প্রশান্ত মহাসাগরীয় অন্চলে,ফিলিপাইন, বার্মা,মালয় অন্চল প্রচন্ড যুদ্ধ চলছিল #সোভিয়েত বাহিনী ইউরোপে নাজিদের বিরুদ্ধে অফেন্সিফ পজিশনে যায়, ওয়ার স' দখল করে #অসওয়িজ কনসেনট্রেশন ক্যাম্প মুক্ত করে দেওয়া হয় #যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র ফ্রাংকলিন ডি রুজভেল্ট চতুর্থ বারের মত নির্বাচিত হন, এখনো পর্যন্ত উনি ছাড়া আর কেউ তৃতীয়বারের জন্যও হতে পারেনি #হাঙ্গেরী যুদ্ধ পরিত্যাগ করে, মিত্রশক্তির সাথে অস্ত্রবিরতি দেয় #সোভিয়েত রেড আর্মি অসওয়িজ এবং বার্কেনাউ ডেথক্যাম্প মুক্ত করে দেয় #সোভিয়েত সাবমেরিন থেকে টর্পেডো চার্জের কারণে জার্মান জাহাজ "ভিলহেম গাসলফ" ডুবিতে প্রায় ৯৪০০ সিভিলিয়ান মারা যায় #অনুমতি ছাড়া যুদ্ধে দায়িত্ব পরিত্যাগ করার কারণে "এডি স্লোভিক" যুক্তরাষ্ট্রীয় সেনাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড দেওয়া হয়, যা সিভিলওয়ারের পর থেকে আজ পর্যন্ত একমাত্র ঘটনা #য়াল্টা কনফারেন্সে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন বৈঠক করেন #জার্মানদের সাথে সহযোগিতার কারণে ফ্রেঞ্চ লেখক রবার্ট ব্রাসিলাশ কে মৃত্যুদন্ড দেওয়অ হয় #সোভিয়েত ফের্স বুদাপেস্ট নাজিদের দখল থেকে উদ্ধার করে #ব্রিটিশ রয়াল এয়ারফোর্স জার্মানির ড্রেসডেনে বোম্বীং করে #প্রায় ৯৮০ র মত জাপানী সেনা বার্মার রামিরী তে বৃহৎ লোনাপানির কুমিরের আক্রমনে নিহত হয় #বিশ্বের প্রথম লংরেন্জ মিসাইল জার্মান V2 এর সর্বশেষ উৎক্ষেপন #ম্যানিলা জাপানের দখল থেকে মুক্ত হয় যৌথ আমেরিকান ও ফিলিপিনো শক্তিতে #তুরষ্ক মিত্রবাহিনীতে যোগদান করে #বিশ্বের প্রথম মনুষ্যবাহী রকেট উৎক্ষেপন পরীক্ষা করে নাজিরা, কিন্তু পরীক্ষা ব্যার্থ হয় #পরীক্ষামূলক পরমাণুবোমা বিস্ফোরণ পরীক্ষা করে নাজিরা #যুক্তরাষ্ট্রেফোর্স রেমাজেনে রাইন নদীর উপর খুবই গুরুত্বপূর্ণ ব্রীজ দখল করে নাজি ফোর্স বিচ্ছিন্ন করে দেয়, এটা নিয়ে একটা মুভি দেখেছিলাম "the bridge over remagen" #আমেরিকান B29 বিমানের অগ্নিবোমা নিক্ষেপে টোকিও তে প্রায় ১০০০০০ সিভিলিয়ান নিহত হয় #প্রায় ১২৫০ সংখ্যক আমেরিকান বোমা বার্লিন বোম্বিংয়ে অংশ নেয় #এডলফ হিটলার আদেশ দেন যে সকল জার্মান ইন্ডাস্ট্রি, মিলিটারি স্থাপনা, মেশিন শপ, যোগাযোগ ব্যাবস্থা ধ্বংস করা হোক #আরব লীগ গঠিত হয় #সোভিয়েত ফোর্স অস্ট্রীয়ার ভিয়েনা দখল করে #ইউএস ফোর্স অর্ডার্ফ নাজি ডেথ ক্যাম্প মুক্ত করে দেয় #জাপানী লিজেন্ডারী ব্যাটলশীফ য়ামাতু যুক্তরাষ্ট্রের আক্রমণে বিদ্ধস্থ হয়ে ডুবে যায় #ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট হটাৎ মৃত্যুবরণ করেন, ট্রুমান দায়িত্ব গ্রহন করেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।