আমাদের কথা খুঁজে নিন

   

ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে!

চিরদিনই তোমারই তো থাকব! যখন পাশে ছিলে তুমি, নানা কাজের ভিড়ে তোমার দিকে ভালমত তাকাইনি। পেছন থেকে এসে যখন হঠাৎ জড়িয়ে ধরতে, আমার ভাললাগাটুকু প্রকাশ না করে মনোযোগ দিয়েছি অন্য কাজ শেষ করাতে। খুব দুঃখ হয় এখন। সেই সোনালী দিনগুলি আর কখনোই ফিরে আসবে না, আগে ভাবিনি! ভালবাসা এমন কেন, কাছে থাকলে অবহেলার মোড়ক পরায়, আর দূরে গেলে কাঁদায়! কে জানে, হয়ত ভালবাসতে শিখিনি আমি। ভালবাসার ক্ষমতা হয়ত সবাইকে দেয়া হয় না! "ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে! পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে, কী করে এখানে তুমি আসবে? ক'টা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে? কী এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজেই হাসবে! পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে, কী করে এখানে তুমি আসবে? হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার। শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার। আজ কেন হাহাকার করো? সে কথায় ইতিহাস গড়ো? কী সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি, সুখের সাগরে ভাসবে! পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে, কী করে এখানে তুমি আসবে? ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে!" ---মান্না দে'র গান লিঙ্কঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।