পরিবর্তনের জন্য লেখালেখি
ফোটা ফোটা ঝরে যায় চোখ নামের ঝিল
আগুন ও ঝরে যায় বুকের উপর
ঝরে যায় রাতের আঁধার
এক এক ফোটা আকাশের নীল
অতীতের কপোল জুড়ে ঘামের ফোটা
অথবা বৃষ্টির আঁচল ফোটায় ধরে
তোমার ঠোঁটে ক্যানভাস করে
ফোটা রঙে আঁকা ঐ ছবি ক'টা !
দেখো , ফোটায় ফোটায় ফিরে আসে সন
যেখানে বাঁক নেয় মন হঠাৎ অস্থির
অনন্ত থাকে নিরব, মূক ও বধির
তেমন ফোটায় পুড়ে গলে যাই সারাক্ষন !
মহাকালের কাছে একটা জীবন
সেও তো একটা ফোটা মাত্র !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।