আমাদের কথা খুঁজে নিন

   

একজন অদ্ভুত প্রবীণ ব্যক্তির গল্প

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে। আমার দেখা এখন সবচেয়ে ইন্টারেস্টিং মানুষ হচ্ছে আমার নানু। তার সকল কর্মকাণ্ডই অত্যন্ত অদ্ভুত এবং মজার। আমার মনে হয় তার ময়লা বিষয়ক কিছু ভীতি আছে।

এই ভীতি টা তার কল্পনাকেও গ্রাস করেছে। তিনি সারাদিন সবকিছু ধোয়ামোছায় ব্যাস্ত থাকেন। টাইম ই নাই তার। অত্যন্ত ব্যাস্ত একজন মানুষ এবং অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সাথে তিনি তার যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে যান। আমার মনে হয় তিনি ঘুমের মধ্যেও ময়লা আর আবর্জনা দেখতে পান।

আর ঘুম থেকে উঠে তা পরিষ্কারের মিশনে নেমে পরেন। তার জগত ময়লা আর আবর্জনায় ভরপুর। তার দিনের প্রতি মিনিটে এক বার করে হাত মুখ ধুতে হয়। নইলে তিনি অস্থিরতায় ভুগতে থাকেন। কোনভাবেই তাকে আটকানো যায় না।

সত্যিই মানব মন অনেক বিচিত্র। বয়সের সাথে সাথে এই বৈচিত্রের হার বাড়তে থাকে এবং দৃষ্টিভঙ্গি ও আচরণও উল্টা হতে থাকে। সুত্রটা তাহলে এমনই দাঁড়াচ্ছে। " মনের বৈচিত্রতা ও পরিবর্তনের হার সময়ের সমানুপাতিক এবং আচরণের ব্যাস্তানুপাতিক" সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকেন।

অনেক অসুস্থতা সত্ত্বেও এই ধোয়ামোছায় তার কোনই ক্লান্তিবোধ নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.