অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা ।। ******পরিবেশ বন্ধু । আর কত বাঙালি হবে অবরুদ্ধ অরক্ষিত স্বাধীনতার বল্গাহিন সয়ারে দেশ আজ লুটতরাজ দখলদার আর দালালদের খপ্পরে ফেলানির সম্ভ্রম ঝুলে থাকে সিমান্তে নিরহ যুবকের লাছ পড়ে গুলিতে টিপাইমুখ দখলে সুরমা নদী যাবে শোকীয়ে বিশাল হাওর বিল হবে মরুভুমি কৃষাণের সোনার ফসল আর হবেনা উৎপাদন গরীব জেলে ধরে মাছ করত রুজি রোজগার সেইসব বিল ঝিল কেঁড়ে নেয় এঞ্জিও আর বিদেশি ইজারাদার দেশি পন্য বাদ দিয়ে শ্রমিকের বেতন ভাতা ভোগ করে শেয়ার বাজার , একচেটিয়া সাম্রাজ্যবাদী দালাল চুর দেশের যত খনিজ তেল গ্যাস , এমন কি সুন্দর বন লুটেরার নখরে , নিতে চায় শোষণে প্রকাশ্য প্রহরে ।। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা ফেলানির সম্ভম তার প্রমান আর কত বাঙালী হবে নিগৃহীত বিলিয়ে জান কোরবান । তাই এস আরেকবার গর্জে উটি মুক্ত বাঁচার স্বাদে হায় রে বাঙালি ক্ষতের দহনে স্বাধীনতা শুন্য কাদে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।