একদিন জন্মের চিৎকারে পৃথিবীতে এসেছিলাম। আবার একদিন কিছু চিৎকারের মাঝ দিয়েই চলে যাব। ২৫ মার্চ। রাতটি আমাদের জ্ন্য খুব গুরুত্ব্বপূর্ণ। ১৯৭১ সালের হিসেবে সবার কাছে।
কিন্তু ২০১১ সালের ২১ মার্চও আমার জন্য গুরুত্ব্বপূর্ণ হয়ে গেল। ভাবছেন, কেন? সেই রাতটিকে আমি কিভাবে ভুলবো, যেদিন আমি প্রথমবারের মতো গর্বিত হয়েছিলাম বাংলাদেশি হওয়ার জন্য!
বিশ্বকাপ ক্রিকেট ২০১১। বাংলাদেশে শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দ: আফ্রিকা-নিউজিল্যান্ডের মাঝে। কোয়ার্টার ফাইনালের খেলা। রিপোর্টার হিসেবে আমিও ছিলাম সেখানে।
ছোট্ট এক মেয়ের গালে রং তুলির আঁচড়ে লেখা ছিল, বিদায় বিশ্ব্কাপ ২০১১। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বিশ্ব্কাপ তো শেষ হয়নি। সে বলল, আমাদের এখানে তো শেষ।
ম্যাচ শেষ। বাংলাদেশ থেকে বিশ্বকাপও শেষ।
মনের গভীরে লুকিয়ে থাকা অশ্রু কণা গলতে শুরু করলো কি? কিন্তু অশ্রু মাটিতে গড়িয়ে পড়ার আগেই বাংলাদেশ উপহার দিল জীবনের সবচেয়ে বড় বিস্ময়। আমি মাঠে নেমে গিয়েছিলাম। সেখান থেকেই দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। সমাপনী অনুষ্ঠানের সেই দৃশ্য দেখে ইএসপিএনের এক রিপোর্টার বার বার বলছিলেন, ওয়েল ডান বাংলাদেশ। আমি এক মুহুর্তের জন্য নিজেকে আকাশে দেখতে পেলাম।
আমি সেই প্রথম গর্বিত হয়েছিলাম। আমার দেশের জন্য। কিন্তু সেই গর্ব সব সময় থাকে না কেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।