হট নিউজ মধ্যবর্তী নির্বাচন এখন জনগণের দাবি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফর শেষে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়ার আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া বলেন, এ সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই জনগণ আর এ সরকারকে ক্ষমতায়
দেখতে চায় না। এ জন্যই জনগণ মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছে।
জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে গণতন্ত্রের স্বার্থে সরকারের উচিত মধ্যবর্তী নির্বাচন দেয়া।
বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করতে চাইলেও তারা (সরকার) তাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্য এবং যুক্তরাজ্য প্রবাসী নেতারা বিদায় জানান। তিনি আগামী ২৭ মে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।
লন্ডন থেকে টেলিফোনে শীর্ষ নিউজ ডটকমকে এ সব কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রীর সফরসঙ্গী মুশফিক ফজল আনসারি।
বৃটেন সফরকালে দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, লন্ডন-ঢাকা বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
এদিকে দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে আগামী মঙ্গলবার সাবেক ফার্স্টলেডি হিলারির সঙ্গে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও যুক্তরাষ্ট্র সফরে খালেদা জিয়া মার্কিন কংগ্রেস ও সিনেটের ৫ জন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।
সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফরে তিনি গত ১৪ মে লন্ডন যান। লন্ডন অবস্থানকালে প্রায় ৩ বছর পর তিনি তার বড় ছেলে ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ও নাতনির সঙ্গে সময় কাটান। বৃটেন সফরে তিনি দেশটির বিরোধীদলীয় নেত্রী অ্যাডভোকেট মিলিব্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও হাউজ অব কমন্সের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও বৃটেন-বাংলাদেশ অল পার্টি পার্লামেন্টারি সদস্যদের সাথে সভা করেছেন তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।