জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন করা হয়েছে। তিনি মধ্যবর্তী নির্বাচনের পক্ষে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাপার এই নেতা বলেন, একটি বৃহৎ দল নির্বাচনে আসেনি। দেশকে বিভক্ত করে কেউ খুশি হতে পারবে না। কিন্তু আন্দোলনে অস্ত্র হিসেবে সহিংসতাকে বেছে নেওয়া কোনো সমাধান নয়। সহিংসতা হবে না—এমন একটি আণ্ডারস্ট্যাণ্ডিংয়ে (সমঝোতায়) আসতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।