ক্ষয়ে ক্ষয়ে পুরনো হই তবুও শেষ হয়না জন্ম দৌড়............... তোমার বেহিসেবী মোজেজা বুঝে বুঝে কান্ত আমি এক বুক সবুজ বাতাসের খোঁজে সব নদী সমুদ্র পায়না, কিছু কিছু অপ্রাপ্তির হতাশায় নীল হয়, অবশেষে মরে যায়। সেই কবে বলেছিলে একদিন আমিও তোমার হবো আমার জমিনের সব ঘাষ তোমার করে পাবে আমি সেই আশায় এখনো হেটে চলি আর্কটিক থেকে আন্দালুজ পর্বত তবুও তোমার দেখা নেই। তোমাদের ধর্মই এমন বলে চলে যাও পর্দার অন্তরালে আর আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিশাল সমুদ্র কী দিবে এক ফোটা নোনা জলের দাম হেটে চলি ধুলো মলিন উম্মুক্ত প্রান্তর হয়ে। ফেরারির সংজ্ঞা শিখিয়েছিলে বটে, ‘জব্বর একখান’ ‘মাটির জমিন আর মানুষের জমিনের মাঝে কোনো পার্থক্য নেই’ তোমার সেই স্ব-আরোপিত জমিনের খোঁজে আমি এখনো ছুটি বেদনাসক্ত সকাল ও নির্জন দুপুর। কবি মানে কল্পিত কাপুরুষ- বলতে তুমি এরা শব্দ নিয়ে খেলতে খেলতে খেলে একসময় জীবন নিয়েও তারপর না বলে একদিন চলে যায় আমাদের গ্রহের বাহিরে অন্য কোনো জ্যোতিস্কে যেখানে আদমসুরত ও নীহারিকা এক সাথে থাকে ভালবাসাহীন। যে শূণ্যতায় লুকায়, কীবা মূল্য তার পূজিবাদী সময়ে জীবনানন্দনে বার বার টেনে এনো না-ঝাঁঝালো কন্ঠ তোমার তুমি, বিষ্ণু দে বা হেলাল হাফিক কেউই মহৎ নয় নয় আদর্শ প্রেমিক পুরুষ। এখানে এখন ভালবাসার আকাল চলছে সত্যিই আকাল নয়তো পিজা আনতে দেরী হওয়া কীভাবে ভাঙে আমার আফ্রোদিতি উপাখ্যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।