প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! আমার জীবনের প্রাপ্তি কেবলই এশট্রের ছাই এশট্রেতে কি থাকে? শুধুই কি পোড়া সিগারেটের ছাই? আমি তো সেখানে দেখি তোমাকে পুড়িয়ে ফেলা খানিকটা আমাকেও তোমার বারণ শোনে কে? অবাধ্য পুরুষ নারীর বারণ শোনেনা কখনোই সে কেবলই নিজের মত করে উপভোগ করে জীবন তারপর ও অপ্রাপ্তি ঘিরে থাকে না পাওয়াগুলি কষ্ট দেয় তুমি কি আমার জীবনের অপ্রাপ্তি? বোধহয় প্রাপ্তি ও অপ্রাপ্তির মাঝখানের মানুষ তুমি যার উপস্থিতি কাম্য কিন্তু আলিঙ্গন নয়। হা হা হা হা হা হা হাসির মাঝেই ফুরিয়ে গেল আরেকটি সিগারেটের জীবন প্রাপ্তি অপ্রাপ্তির মাঝ দোলায় তোমার উত্তান বা পতন কোনটাই হল না অবশেষে মাঝপথে হারিয়ে গেল তোমায় নিয়ে দেখা অসমাপ্ত স্বপ্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।