মলম খা
তুমি-আমি নিয়ে লোকে
হাজার বোঝুক ভুল,
তুমি ছাড়া আমি অচল
চোখে সর্ষে ফুল।
তুমি আমায় ধারণ কর
বুকের মধ্যখানি,
আমায় পেয়ে সার্থক তুমি
জানি ওগো জানি।
তোমায় ছাড়া কবে আমার
দিন হয়েছে শুরু,
যথাস্থানে তোমায় না পেলে
বুক দুরু দুরু।
আলতো করে বাঁধন খোলে
কাছে টেনে লই,
তোমার সাথে মাখামাখি
তুমি আমার সই।
আমার যত শক্তি বল
তোমার তরে ক্ষয়,
তুমি চললে আমি চলি
পীড়িতি কারে কয়!
তোমায় আগে ঘুম পাড়িয়ে
তবেই ঘুমাতে যাই,
মাঝে মাঝে তোমায় আমি
স্বপনেও দেখা পাই।
আমলা বলে কি আমার কাছে
তোমার চাওয়া তেল!
নইলে কেন কাজের দিনে
ব্রেক করবে ফেল?
যেদিন তুমি বসে থাক
নাই করে হাওয়া,
তুমিই বল, কেমন করে
হয় আমার যাওয়া?
যেদিন তুমি বৃষ্টির সাথে
কর পরকীয়া,
একলা আমি পথ চলি
জরিমানা দিয়া।
প্রতিদিন তুমি আমার
বাচাঁও নগদ কড়ি,
কেমন করে এই অমি
তোমার মায়া ছাড়ি?
থেকো তুমি আমার হয়ে
সকাল সন্ধা বিকেল,
ওগো আমার প্রিয়তম
প্রিয় বাইসাইকেল।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।