আমাদের কথা খুঁজে নিন

   

এইবারে শুদ্ধ হয়ে নে

স্বত্ত সংরক্ষিত

হাত ধুয়ে আয় যা,তুই করে আয় গঙ্গাস্নান। বালিহাঁসদের ঝাঁক ভেঙেছিস তুই খুন করেছিস গঙ্গাফড়িঙ। পাপ মুছে আয় সদ্য কেনা তোয়ালেতে, শিশির দিয়ে ধুয়ে ফেল শরীর, ঘুঘু'র বুকে রক্ত দিয়ে ছবি এঁকেছিস তুই হরিয়াল তাই বোনেনি বাসা আর । শহুরে এই খোপে আর বাসা নেই পবিত্র পায়রার;ওদেরকে তুই করেছিস রিফিউজি, ওরাও কখন তুলবে দাবি-খাদ্য,বাসস্থান? তুই তার চেয়ে শুদ্ধ হয়ে নে। যমের চোখের তারা হবি কি? পুড়িয়ে তুই দিয়েছিলি যে সব, তালবন আর বৃদ্ধ শকুন,বাবুই পাখির কোমল নরম ঘর আর ডেস্কের ওপারে বসা ভণ্ডতাপস বক;পাপ কি আর হয়নি তাতে? ধূলো ছুঁড়ে দিলি গরম গরম জুঁইফুল ভাতে? তার চেয়ে তুই হাত ধুয়ে আয় করে নে গঙ্গাস্নান, পাপ মুছে ফেল সদ্য কেনা তোয়ালেতে। এইবারে তুই শুদ্ধ হয়ে নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.