থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
আগে গুলি করে মারতো। অনেক সমালোচনা হয়েছে এই নিয়ে। কিন্তু তাদের দেশের কোন 'তথাকথিত' বিবেকবানদের বিবেক জেগে ওঠে নাই। তাদের প্রশাসন বার বার সীমান্তে গুলি করে নিরাপরাধ মানুষ হত্যার ব্যাপারে চুপ থেকেছে। তাদের কাছে বাংলাদেশ আর পাকিস্তানের ভেতরে কোনই তফাৎ নাই।
আগে গুলি করতে করতে এমন ভাবে মারতো, মনে হত যেন তারা চাঁদমারীতে ফায়ারিং অনুশীলন করছে।
এখন দেশের ভেতরে ঢুকে গায়ে হাত তুলছে এরা।
এখন যে সীমানা পেরিয়া এসে পিটিয়ে যাচ্ছে, এইটা কোথায় গিয়ে শেষ হবে?
আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতীয়রা কি মানবাধিকার এবং আন্তর্জাতিক নিয়মাবলি মানে না?
এই প্রশ্ন করলেই ব্লগে অনেকের গায়ে চুলকানি উঠে … তাই যাদের চুলকানি উঠবে, তাদের দয়া করে ঐ সব দেশের তৈরী মলম ব্যবহার করতে অনুরোধ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।