বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
কনের বাবা সবুর করিতে চাইলেন, কিন্তু বরের বাবা সবুর করিতে চাইলেন না। হৈমন্তির ঐ দিন শেষ। এখন কন্যাকে নিয়ে মায়ের এত চিন্তা থাকে না, যা চিন্তা থাকে পুত্রকে নিয়ে।
টিভিতে এড দেখি, মা বড়তো হচ্ছি কিন্তু বেরে উঠব কবে? মা কমপ্লেন খাবায় আর ছেলে তাল গাছের মত লম্বা হতে থাকে।
কিন্তু এখন আমার প্রশ্ন, মা বড়তো হচ্ছি বিয়ে করব কবে? এই প্রশ্নের উত্তর কি কোন এড কোম্পানি জানে।
একটা মেয়ে ছোট থেকে স্বপ্ন দেখে আমার স্বামী হবে সবার সেরা। সে আমার আঙ্গলের ইসারায় উঠবে আর বসবে? উঠা-বসাওয়ালা ছেলে বিয়ের বাজারে বহুত পাওয়া যায় কিন্তু সবার সেরা পাত্র পাওয়া এত সহজ নয়।
আর ছেলেরা স্বপ্ন দেখে, মামা বিয়া করুম একখানই; সেরুম বিয়া করমু।
আর আমাদের স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়।
কারন বাস্তবতাটা আসলেই অনেক কঠিন।
পড়ালেখা শেষ করে ভালো চাকরি করব, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখা দোষের কিছু নয়। কিন্তু চাকরি ও সুন্দরী রমনী দুইটিই আঢরা। আপনি ভালো চাকরি পাবেন কিভাবে আপনার কি আন্ডারটেকার, বিগ শো মত মামু-খালু আছে? যদি আপনার মামু-খালু প্রভাবশালী হয় তাহলে কোন চিন্তা নাই। বাস্তবতা মেনে বলছি নিজের যোগ্যতা থেকে মামাদের যোগ্যতাই বেশি প্রয়োজনীয়।
হয়ত অনেকেই বলবে আমি নিজের যোগ্যতাই আজ একটা বড় প্রতিষ্টানে
চাকরি করছি। তাদের উদ্দেশে বলছি কেকের উপর ক্রিম থাকে, তার উপর লাল একটা গল্টি থাকে। আপনি ঐ লাল জিনিসটা তা না হলে আমাদের দেশে মামু-খালু ছাড়া ভাল চাকরি পাওয়া প্রায় অসম্ভব।
এবার আসি সুন্দরী মেয়ের বিয়ার কথায়। সবদিক থেকে যখন হতাশা কাজ করে তখন সুন্দরী মেয়ের সুন্দর্য থাকে না।
সবকিছুই পানসা লাগে। যেখানে বেঁচে থাকায় কঠিন সেখানে আর রঙ্গিন চসমা পড়তে ইচ্ছা করে না। সব কিছুই সাদাকালো হয়ে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।