শুভেচ্ছা সবাইেক নাম:-
ব্লগের বন্ধুদের সহযোগীতায় আমি আমার পুত্রের নাম নির্ধারন করেছি ইরফান ওয়াসিফ। অর্থ হচ্ছে জ্ঞান-বিজ্ঞান বর্ননাকারী।
বয়স:-
আজ ওর বয়স ৪৩ দিন হল। আর দুদিন পর টিকা দিতে হবে।
আচরন:-
এখন সে মাকে চিনতে পারে।
আমি যখন ডাকি ফিরে তাকায়। লক্ষ্য করলাম সে দুটি কারনে কান্না করে-এক ক্ষুধা লাগলে, দুই-কাথা ভিজে গেলে।
ছবি:-
আপডেট ছবি দিতে পারি নাই।
খাবার:-
মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু না।
অসুখ-বিসুখ:-
সারা শরীরে ঘামচির মত স্থানীয় ভাষায় মাসী-পীসী বলে থাকে ওঠেছে।
ভাল থাকুন সবাই।
আমার বাবা হওয়ার আনন্দ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।