নাজমুল ইসলাম মকবুল সরকারের পদলেহী শিল্পপতি পুজিপতিরা দেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়ে তারা কাড়ি কাড়ি অর্থ কামাই করেছে
হাসিনা খালেদা এরশাদ নিজামী সহ প্রত্যেকের দলেওতো গণতন্ত্রের চর্চা নেই। থাকলে ওরা দুই টার্মের বেশি দলীয় প্রধান থাকতে পারতেননা। ওরা আসলে মুখে গনতন্ত্রের কথা বললেও নিজেরা তা মানেন না। তারা সব সমালোচনার উর্ধ্বে এবং তেলের পেছনে। যারা যতো বেশি তেল দিবে তাদেরকে তাদের পাতিনেতা হিসেবে নিয়োগ দিতে অধিক পছন্দ তাদের।
এছাড়া পরিবারতন্ত্রতো আমাদের দেশে রাজতন্ত্রেরই প্রতিচ্ছবি মনে হচ্ছে। দলে ভালো অবস্থান পেতে হলে এদের তেল দেওয়া ছাড়া কোন গতি নেই। তাই সকলেই বিনা বাক্যব্যয়ে এতের তেল দিয়ে টইটুম্বর করে। শিল্পপতি ব্যবসায়ীরা মোটা অংকের টাকা চাঁদা দিয়ে দলে ঢুকে রাতারাতি মন্ত্রী এমপি কিংবা উপদেষ্টা হয়ে ছড়ি ঘুরায় আর দেশের সম্পদ অবাধে লুন্টন করে আঙ্গুল ফুলে কলাগাছ থেকে তালগাছে রূপান্তরিত হয়। দেশের মানুষের শোষন ও লুন্টন করে।
যেমন হাল আমলের শেয়ার বাজারের কথাই ভাবুন। দেশের ৩০ লাখ বিনিয়োগকারীকে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে মুস্টিমেয় কতিপয় সরকারের পদলেহী শিল্পপতি পুজিপতিরা দেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়ে তারা কাড়ি কাড়ি অর্থ কামাই করেছে। সরকারের খয়েরখা হওয়ায় সরকারও এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে জামাই আদরে দুধকলা খাওয়াচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।