আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় নিহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে

সিরিয়ায় দুই বছর ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ তথ্য জানান। গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, গতকাল নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বান কি মুন এ তথ্য জানান। তিনি বলেন, হতাহতের পুরো তথ্য তাঁদের কাছে নেই।

মূল সংখ্যা আরও অনেক বেশি। এ ছাড়া নতুন করে আরও ১৭ লাখ সিরীয় শরণার্থী আশ্রয়ের খোঁজে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে তিনি জানান।
এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা উভয়ই সিরিয়া সংকটের দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সিরিয়ার সরকার ও বিরোধীদের উদ্দেশে বান কি মুন বলেন, ‘উভয় পক্ষেরই সশস্ত্র ও সহিংস হামলা বন্ধ করা উচিত।

 দেশটির সংকট সমাধানে শিগগিরই সুইজারল্যান্ডের জেনেভায় একটি শান্তি সম্মেলন করার ওপর জোর দেন জাতিসংঘের মহাসচিব।  এর আগে শান্তি সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতবিরোধের কারণে তা ভেস্তে যায়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.