ইসরায়েল সিরিয়ার ভেতর বিমান হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল অস্ত্র মজুদ রাখার স্থান। তবে বিষয়টি সিরীয় বা ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। আজ শনিবার বিবিসির অনলাইন ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়, সিরিয়ার অস্ত্র মজুদ করার স্থান লক্ষ্য করে ইসরায়েল এ হামলা চালায়।
ওই অস্ত্রগুলো লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠী হেজবুল্লাহর কাছে পাঠানোর জন্য মজুদ করা হয়েছিল বলে আভাস দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার বা গতকাল শুক্রবার—এ দুই দিনের কোনো একদিন ইসরায়েলি বিমান সিরিয়ায় হামলা চালায়। তবে ইসরায়েলি বিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি।
যুক্তরাষ্ট্রের এ দাবি নাকচ করেছেন ওয়াশিংটনে নিযুক্ত একজন ইসরায়েলি মুখপাত্র। ওই মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়াকে সন্ত্রাসীদের, বিশেষ করে, হেজবুল্লাহর কাছে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করা থেকে বিরত রাখতে ইসরায়েল বদ্ধপরিকর।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে বলে কোনো তথ্য তাঁর জানা নেই।
তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল লেবাননের আকাশসীমায় দুটি ইসরায়েলি বিমান চক্কর দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় সামরিক অভিযান চালানোর এখনই কোনো প্রয়োজন বোধ করছেন না তিনি। ওবামা বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা ‘পটপরিবর্তন করতে পারে’। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।