আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের মাটি সংগ্রহে সক্ষম রোবট নিয়ে নাসার প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশ



চাঁদে মাটি সংগ্রহ করতে পারবে এমন রোবট বানিয়ে নাসার প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বানিয়েছেন এই রোবট। তাদের বিশ্বাস চাঁদে পাঠালে এটি অসমান চন্দ্রপৃষ্ঠ থেকে ধুলোমাটি (লুনার ডাস্ট) সংগ্রহ করতে সক্ষম হবে। আগামী ২৩-২৮ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে নাসা (ন্যাশনাল অ্যারোনোটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্থান পাচ্ছে এই রোবট। এ উপলক্ষে রোববার বিকেলে ব্রাক বিশ্ববিদ্যালয়ে রোবটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনূন নিশাতের সভাপতিত্¦ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ। লুনার ডাস্ট সংগ্রহ করার এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ হাজার মার্কিন ডলার। টানা ১৫ মিনিটে যে রোবট সবচেয়ে বেশি ডাস্ট সংগ্রহ করবে সেটিই হবে প্রথম। ব্রাক বিশ্ববিদ্যালয়ের ৮ সদস্যের রোবোটিক দল এরই মধ্যে নাসার প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতিটা সেরে ফেলেছে । দলে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড.খলিলুর রহমান ও শিক্ষার্থী শিবলী ইমতিয়াজ হাসান, জুনায়েদ হোসেন, মাহমুদুল হাসান অয়ন, কাজী মো. রাজিন, ইমরান বিন জাফর, ইফতেখার করিম, নির্ঝর রউফ।

এরা সবাই ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ড.খলিলুর রহমান বাংলানিউজকে জানান, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে প্রতিবছর নাসা অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন নামের প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর বিশ্বের ৪৩ টি বিশ্ববিদ্যালয় এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দলটিই অংশ নেবে। রোবটটির উদ্বোধনী অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘আমরা সবাই নাসা অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশনে বাংলাদেশ টিমের শুভকামনা করি।

আমরা আশাবাদী । তরুণ প্রজন্মের হাত ধরে প্রযুক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ। ’ ব্রাক বিশ্ববিদ্যালয় যে কোনও সৃষ্টিশীল কাজের সাথে থাকবে বলেও তিনি জানান। টিমের অংশগ্রহণকারী ছাত্রদের টিম লিডার শিবলী ইমতিয়াজ হাসান বলেন, আমরা ২১ তারিখে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বো। আমরা কয়েক বছর এ প্রজেক্টে কঠোর পরিশ্রম করেছি।

আশা করছি, একটি ভালো ফল দেশের জন্য বয়ে আনতে পারবো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্বিক ব্যয়ভার বহন করবে ব্রাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।