লোকটার চোখে মুখে সবসময় সারল্যের দীপ্তি খেলা করে। জীবনের কোন জটিলতা বোঝেন বলে মনে হয়না। ব্যবসা করার চেষ্টা করেছিলেন। গ্রামের বাজারে চাল বিক্রি করতেন। গরীব মানুষের কাছ থেকে টাকা নিতেন না।
পরোপকারীর খ্যাতি জমে ঝুলিতে কিন্তু নিষ্ঠুর বাণিজ্যের কাছে তা অর্থহীন। ফলে চুলোতে হাড়ি তুলতে হারাতে হয় পুঁজি। বাণিজ্য গুটিয়ে যায় আপনা থেকেই। শুরু করেন দীন মজুরের কঠোর পরিশ্রম। শ্রম ছাড়া আর কোনো সম্বল নেই।
দিন শেষে চাল ডাল কিনে গভীর তৃপ্তি নিয়ে ঘরে ফেরেন। সুখি হওয়ার এ শক্তি তিনি কোথায় পেয়েছেন তা তিনিই জানেন।
পুঁজি যখন গ্রাস করছে মানুষের মধুর সর্ম্পকগুলোকেও তখন সমাজে এই রকম মানুষ বড়ই বেমানান। যিনি পুঁজিকেই গ্রাস করেছেন পরম তৃপ্তির সাথে। কি করে টিকে থাকবেন এরা এ সমাজে?
শিক্ষা জীবনের শেষে অনেক সহপাঠীই আস্তে আস্তে দূরে সরতে থাকে, কর্মজীবন গ্রাস করে মানুষকে।
অনেক বছর পর পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা একটা অন্যরকম ভাললাগা এনে দেয়। হঠাৎ ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনগুলোতে। ভাল লাগে। আরো কথা বলতে ইচ্ছে করে, নস্টালজিক হয়ে যাই। কতরকম স্মৃতি।
সেদিন আমার এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা। কুশলাদী বিনিময়ের পর বলল, এখনতো সময় কম আগামী শুক্রবার আমার অফিসে আসো অনেকক্ষণ কথা বলা যাবে। গিয়েছিলাম ভাল লাগার সন্ধানে। নস্টালজিক হওয়ার সময় তার ছিলনা। সে আমার সামনে তুলে ধরেছিল মাল্টিলেভেল মার্কেটিং।
ছোট ছোট টেবিলে আরো অনেকেই আমার মতো অনেককে বোঝাচ্ছিল- কি করে চাকরির পাশাপাশি ব্যাবসা করে বড়লোক হওয়া যায়। এই ছিল আমার বন্ধুর অফিস। এখানেই ডেকে আনা হয় আত্মীয় স্বজন বন্ধু পরিচিত জনকে ডেকে আনার মূল উদ্দেশ্য গোপন রেখে। সেদিন প্রতারিতের অনুভূতি নিয়ে বাসায় ফিরেছিলাম। খুঁজে পেলাম শাইলকের একজন সিকোফ্যান্টসকে (স্তাবককে)।
মানুষের সম্পর্কের কি চমৎকার বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে আজ।
পুঁজির এই দাপটের মধ্যে আমার দেখা ঐ শ্রমজীবি মৌলিক মানুষটি কি টিকে থাকতে পারবেন?
ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, শুভাশিস সিনহা নাট্য যজ্ঞের নাটক শাইলক এ্যান্ড সিকোফ্যান্টস-এর উপন্যাসিক, নাট্যকার ও কলাকুশলীকে জানাই অসংখ্য ধন্যবাদ সমাজের এই বাস্তবতাকে তুলে ধরার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।