যালিম হয়ে বেচে থাকার চেয়ে মযলুম হয়ে মরাও উত্তম
সম্পর্কের টানাপোড়েন
সারাজীবন একসাথে থাকে, কিন্তু এক কথায় সম্পর্ক শেষ হয়ে যায়,কেন এমন হয়?
হুমায়ূন আজাদের একটা বই পড়েছিলাম 'সবকিছু ভেঙ্গে পড়ে',ইংরেজীতে যাকে বলা যায় 'things fall apart'.এই বইটাতে তিনি সম্পর্কের টানাপোড়েন নিয়ে লিখেছিলেন। কেন এমন হয়?আমরা আসলে খুব নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতা কেন?চারপাশে এত মানুষ থাকার পরও কেন নিজেকে একলা মনে হয়?
আমাদের একজন শিক্ষক ছিলেন কলেজে। তিনি আমাদের সাথে থাকতেন হোস্টেলে। আমরা যেকোন সমস্যায় উনার কাছে যেতাম।
উনার রুমে গল্প চলতো। আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন তিনি। শুধু আমার না আরো অনেকের প্রিয় ছিলেন তিনি। আজকে স্যার আমাদের সাথে নাই, উনাকে খুব মিস করি। উনার কোন নাম্বার নাই, আমাদের কারো কাছে, উনি তার জীবনের অনেক ঘটনা খুলে বলেছিলেন আমাদের।
কলেজে শিক্ষক/শিক্ষিকাদের অনেক কাছের ছিলাম আমরা। এখন ইউনিভার্সিটিতে উঠে গেছি অথচ শিক্ষক/শিক্ষিকাদের অনেক দূরের মানুষ মনে হয়। যাইহোক, উনার ব্যাপারে পরে বলবো।
সম্পর্কের টানাপোড়েন-এর ব্যাপারে কথা বলতে গিয়ে উনার কথা আসলো এই কারনে যে উনি এক ১৪ই ফেব্রুয়ারী আমাদের
এক বন্ধু-র কাছে sms করেছিলেন। এই sms-এ আমার প্রশ্নের কিছুটা উত্তর আছে।
sms-টা ছিলো এরকম--------
"মনের স্বপ্ন যখন ভেঙ্গে যায় তখন চোখে ঘুম আসেনা । ভালবাসার যে কাঙ্গাল সে বন্ধু পাওয়ার পরও একলা থাকে, মন যা চায় তা প্রেম কিন্তু যা পাওয়া যায় তা হল ধোকা, একজন আরেকজনের কাছ থেকে যা পায় তাও ধোকা(এই লাইন গুলা আসলে হিন্দীতে লেখা ছিলো--manse zab sapna jhar jata hai tab akho par ghum baste nehin, pyarko jo vukha
hein dost paneko parvi ekla rehte hei, diljo chahate hein o pyar par harpal jo milta hein o dhoka, ek dusreso jo miltahe ohi dhoka ).তারপর ছিলো-love is the finest hypocrisy, you can keep love in you but neither you can give it nor you can take it to.from ohter. Writers no ***********. On the 14th february you can send this sms to anyone"
আমার মনে হয় আমাদের একাকীত্ত আসলে কখনো দূর হয় না। যেমন আব্দুল করিম একটি গান গেয়েছিলেন-'দিন গেলো তোমার পথ চাইয়া'এই 'তুমি' আসলে আমরা কখনো পাইনা ,কাওকে পেলেও তার মধ্যে কোন খুত পেলে মনে মনে দীর্ঘশ্বাস ফেলি ,আর আওড়াই
'দিন গেলো তোমার পথ চাইয়া'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।