কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
আমি একটা মেয়ের সাথে থাকতেছি প্রায় 4 মাস হইলো, আমরা কোনরম সম্পর্কের সামাজিক দলিল ছাড়াই একসাথে থাকতে শুরু করনের পর দেখলাম আমাগো চাইর পাশে বিভিন্ন রম প্রতিক্রিয়া। এক এক প্রতিক্রিয়ার রঙ একেক রম পুরা। কিন্তু আমরা লিভিং পার্টনার হিসাবে সমাজের অন্য অনেকের চাইতে বেশি ব্যক্তি সত্ত্বা বিনিময় করি, হয়তো এই দাবী যে কেউই করবেন নিজের ক্ষেত্রে। কিন্তু আমি আসলেই সামাজিক ঐ দলিলের প্রয়োজনীয়তা দেখতেছিনা আমার জন্য! ঐ বন্ধন আসলে কি করে? সম্পর্কটারে বৈধ করে? কিন্তু এই বৈধ হওয়াটা আসলে কি? সামাজিক শৃঙ্খলা রাখনের উদ্দেশ্যে ক'ন কেউ কেউ, আবার অনেকে ধর্মের বানী শুনাইবেন। আমি আমার চারপাশে যেই সমাজ, সেইটারে বিশৃঙ্খল করনের মতোন কিছু করতেছি না, এই বিষয়ে আমি নিশ্চিত! আমি যেমনে থাকি এমনে যদি সেই সময়ের মানুষেরাও থাকতো, তাইলে মনে হয় না এই বন্ধনের বিতর্ক তৈরী হইতো। আমি যেরম আছি সেইটা নিয়া আমি ভালোই আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।