আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্কের যুগলবন্দী



সম্পর্কের যুগলবন্দী দুইজন অপিরিচিত নারী-পুরুষ পরস্পরের কাছে আসার জন্য কোন না কোন অজুহাত চাই। শুধুই কি অজুহাত? একটা অদৃশ্য আকর্ষণ না থাকলে কাছে আসাটা নাও হতে পারে। কাছে আসা মানেই দূরত্ব কমে যাওয়া। স্থানিক দূরত্ব একদিন হয়তো শূন্য হবে। আকর্ষণ শেষ হয়ে একসময় বিন্দুতে মিলিত হবে।

বিন্দু হলেও তার অবস্থান থাকবেই। ভুলেও কি কেউ কখনো দুজনের মনের দূরত্ব মেপে দেখে? মনের উপর মনের প্রভাব পড়ে নাকি মনের টানে মন ব্যকুল হয়! দূরত্ব কমে আসার সাথে সাথে দুটো মন একে অপরের মনকে জানার চেষ্টা করে। দুটো মনের সফল মিলনে সম্পর্ক সুখকর হয় আর অসফল মিলনে দুটি মন ব্যর্থতার গীত রচনা করে। আর এই সফল ও ব্যর্থতার পাদটিকা রচিত হয় তাদের প্রেমের পদাবলীতে নয়তো বিবাহের স্বরলিপিতে। সম্পর্কের এই যুগলবন্দী জীবনকে মুগ্ধতায় আচ্ছন্ন করতে পারে আবার দুজনকে দূরেও ঠেলে দিতে পারে।

দুটো হৃদয়ের পারস্পারিক সমঝোতার মাধ্যমেই সম্পর্কের স্বরলিপি রচিত হয়। আর এই স্বরলিপির উপর ভিত্তি করেই মানুষের জীবনের দৈনন্দিন সুর, তাল, লয় ও ছন্দের নান্দনিক প্রকাশ ও ধ্রুপদ বিন্যাস রচিত হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.