আমাদের কথা খুঁজে নিন

   

র্ধম নিরপেক্ষতা বাংলাদেশে

আমি বাংলায় লিখি...... ইংল্যাডের রাণী র্চাচ অফ ইংলেন্ডের প্রধান, তার পরেও ইংল্যান্ডে সব র্ধমের লোক শান্তিতে বসবাস করে এবং নিজ নিজ র্ধম পালন করে। অন্য দিকে র্ধম নিরপেক্ষ ভারতে প্রতি বছর সাম্প্রদায়িক দাংগা হয়। যার বলে র্ধম নিরপেক্ষতা বাংলাদেশে শান্তি আনবে, সাম্প্রদয়ীক ঐক্য আনবে, আমার মতে তারা বোকার র্স্বগে বসবাস করতেছে অথবা জ্ঞান পাপী। সাম্প্রদয়িক ঐক্যের এক মাএ উপায় সকল নাগরিকের জন্ (মন্ত্রী সাংসদ দের আইনের আইনের আওতায় এনে !!) অইনের শাসন নিশ্চিত করা। যা কোন সরকার কোনদিনও করে নাই। ক্ষেএ তৈরী না করে সংবিধান পরিবর্তন করলে তা সুধু কাজের আর কালির অপচয় ছাড়া কিছুই নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.