আমাদের কথা খুঁজে নিন

   

র্ধম অন্ধ, মৌলবাদী, রাজাকারদের নিয়ন্ত্রণ করতে না পারা, বর্তমান সরকারের বড় ব্যর্থতা।

i love somewhere blog. সরকারের সহানুভুতি সরকারের জন্য মারাত্বক বিপদ জনক হতে পারে। মৌলবাদীদের সরকার সহানুভুতির দৃষ্টিতে দেখতেছে। তার মূল্য সরকার কে দিতে হচ্ছে। আর সে সব মৌলবাদী রাজাকারদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে আমাদের এক বৃহত্তম রাজনৈতিক দল। বিগত কিছুদিনের চিত্র দেখলে তা স্পষ্ট ভবিষ্যতে মৌলবাদীরা সরকারের বিরুদ্বে কত বিপদ জনক ও ভয়ঙ্কর হতে পারে।

মৌলাবদী জঙ্গীবাদী রাজাকাররা হঠাৎ মাথা উচুকরে দাড়িয়ে উঠতেছে। অন্যএক রাজনৈকিত ব্যানারে। ফেসবুক, ব্লগ, প্রিন্ট মিডিয়া, টিভি, ইথ্যাদিতে তারা সরকারের বিরুদ্বে মারাত্বক ভাবে উষ্কানি মুলক ও মিথ্যা বিভ্রান্তকর খবর ছড়াচ্ছে। সাম্রতিক সাগর-রুমি হত্য কান্ড, সীমান্ত হত্য, নিয়ে তারা বেশ মজা ও ফায়াদা আদায় করতে সক্ষম হয়েছে। আমি মনে করি সরকারের উচিৎ হবে প্রযোজনে মাটি খুড়ে প্রতিটি জঙ্গবাদ মৌলবাদী রাজাকারী গোষ্টীকে খুজে বের করে তাদের মূল ধ্বংস করে দেওয়া।

সরকারের জন্য অতিজরুরী বিষয় হচ্ছে যে কোন মূল্য রাজধানী ঢাকা কে ১০০% নিয়ন্ত্রণে রাখা। জঙ্গবাদ মৌলবাদীদের টার্গেট এখন ঢাকা। ঢাকাকে বিশৃঙ্কল কারতে পারলে তারা সহজে মিডিয়ার শিরোনাম হতে পারবে। ফলে পুরো দেশবাসীর কাছে তারা তাদের কার্যকলাপ তুলে ধরতে পারবে। একটি ব্যপার দেখলাম ও গভীর ভাবে বিশ্লেষন করলাম বর্তমান সরকারের প্রচুর সফলতা রযেছে।

সামান্য ব্যর্থতা ও রয়েছে , এটা স্বাভাবিক। ভুল ও ব্যর্থতা মানুষের জীবণের অংশ। সরকার চেষ্ট করতেছে তাদের ভুলগুলো শুধরে নিতে। সীমান্ত হত্যরা ব্যাপারে বর্তমান সরকার ১০০% সফল অতীতের যে কোন সময় হতে। বিগত বি,এন,পি - জামাত আমলে ১৬ জন সাংবাদিক হত্যা করা হয়।

কিন্তু বর্তমান সরকারের আমলে মাত্র ২ জন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.