আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানী সিলিং ফ্যান ও আমার উপলদ্বি (একটি স্ট্রেইট পোষ্ট)

এডিট করার মত কিছু নাই।

নবাবপুর গেছিলাম একটা সিলিং ফ্যান কিনতে। দোকানদার নানান মডেল দেখিয়ে বললো বাজারের সবচেয়ে ভলো ফ্যান হলো GFC-pak fan. আমিতো হালায় টাস্কি খাইলাম, আমাদের দেশে এত নামিদামি ইলেক্ট্রিক কোম্পানী থাকতে ফাকিস্তানি ফ্যান নাকি সেরা !!! যাইহোক আমি ভাবলাম দোকানদার হয় নিজে একজন ফাকি প্রেমী অথবা তারা বংশপরিক্রমায় ফকিস্তানের সেবক। তাই অন্য আরেকটা দোকানে গেলাম, সেখানেও GFC-pak fan এর সুনাম। আমিতো পুরাই কনফিউজড হয়া গেলাম।

পাকস্তান নামটা নিলেও মুখদিয়া থুথু বাইর হয়া যায়, আর আমার ঘরে কিনা আরামের জন্য ফাকিস্তানি ফ্যান লাগামু। কখনোই না। দোকানদারকে এইবার জিগাইলাম সবচেয়ে খারাপ হবে কোনটা। আমি ওর সাথে মশকরা করতেছি কিনা বুঝে উঠতে পারল না, তবে আমিযে ফাকিস্তানি ফ্যান কিনতে চাচ্ছি না, সেটা কিছুটা বুঝতে পারলো। বললো সিটি ফ্যান কিয়া যান, দামও কম বাতাসও ভালো শব্দও কম হবে।

আমি ওর কথার উপর ভরসা করলাম। বাসায় নিয়ে এসে ফিট করে আরামে ব্লগিং শুরু করলাম। আমার এত ভালো দরকার নাই। ফাকিস্তানি ভালো জিনিষের গুষ্টি কিলাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.