আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিভার ছড়াছড়ি


উপরের ছবিটা গুগল মামু দিয়েছেন। নীচে হাতে বানানো কয়েকটা ব্যাগের ছবি দেখাই। কার হাতে বানানো তা কিন্তু বলব না। এই ব্যাগটা প্রথমে আরও বড় করে বানিয়েছিলাম, পরে নীচের দিকে সেলাই করে ইঞ্চি তিনেক ছোট করে ফেলেছি। এই ব্যাগটা করেছিলাম কক্সবাজারের মার্কেটের হাতীমার্কা সাইডব্যাগের আদলে, শুধু হাতিটাই নেই।

এই ব্যাগটা আরেকটু ছোট করে বানিয়েছিলাম বড়পাকে জন্মদিনের উপহার হিসেবে দেয়ার জন্য। এত ব্যাগ বানালাম আর একটা মোবাইল ব্যাগ থাকবে না তাই কি হয়? এইটা আমার মোবাইল ব্যাগ। শুধু নিজের প্রতিভা দেখালেই চলবে? আমার ভাগ্নে আছে না? এটা ভাগ্নের বানানো পিরামিড। পিরামিডটা দাঁড়িয়ে আছে কিভাবে সেটা জানা লাগবে না বুঝি। এই যে এইভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

আজকের মত এটুকুই থাক। একসাথে বেশি প্রতিভা দেখিয়ে দিলে বদহজম হয়ে যেতে পারে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.