পরিবর্তনের জন্য লেখালেখি
বাংলায় প্রতিভা কেন জন্মায়, কি প্রকারে জন্মায়, ইহা এক গূঢ় রহস্যই বটে। এ হেন কূটিল রহহস্যভেদ আমা দ্বারা সর্বদা সম্ভব নহে। তথাপি , মনের ভুলে ভাবিয়া বসি , হায়! অলৌকিকের খিড়কি কপাটে মস্তক কুটিয়া কভু, জানিব কি জানিব না এই গোপন প্রতিভা রহস্য প্রভু! অদ্য অপরাহ্নে , "তোমা নল" (ইউ টিউব) মন্থনে মিলিলো এক প্রতিভার সন্ধান। তিনি মহান। সঙ্গীতে সংগতে অসংগত ভাবেই করিয়াছেন গান ও জ্ঞানের অপহরণ , চলিতে পথে তার স্বীয় প্রতিভার হইয়াছে করুণ মরণ।
তথাপি ভক্ত মাঝে তিনি আলোড়িত ব্যক্তিত্ব, অগণিত তাহার ভক্ত- তিনি কি প্রকারে উর্বশী, মেনকা, রম্ভাকে করিয়াছেন বশীকরণ ও তাহার সঙ্গীত দৃশ্যকল্প (মিউজিক ভিডিও) এর ত্রিমাত্রিক নকশা (মডেল) তাহা বুঝা বড়ই শক্ত।
একটি সত্যি অবশ্যম্ভাবী এই প্রতিভার ব্যাপারে, তাহা হইলো, "তোমানল" ব্যবহারে সিদ্ধহস্ত এই প্রতিভা, মতান্তরে প্রতিভার ভক্ত, হোমানল হইয়া সঙ্গীত জগত পুড়াইতেছেন।
তাহার শুরুটি বড়ই সুন্দর। গান ও সুফিবাদের প্রতি তাহার নেশা প্রতীয়মান।
সত্যিকার সুললীত কন্ঠে মানোত্তীর্ণ গান গাহিয়া তাহার জনপ্রিয়তা অর্জন।
উহার ও তাহার উস্তাদের গান বলিয়া দৃষ্টি আকর্ষণ।
অতঃপর ভাগ্যের সুপ্রসন্ন হইবার কাল, তাহার লুঙ্গি শার্ট ছাড়িয়া প্যান্টেলুন এ উন্নতি। বাড়িলো গানের গতি , বাটিতে লক্ষীর আগমন ।
গুরুর নেশা, নূরের নেশা ফেলিয়া এইবার তাহারে নকলের নেশা ধরিলো ।
প্রতিভার লালসায় নতুন বধু যায় জুটিয়া আর প্রতিভার মরণ আসে গুঞ্জিয়া গুঞ্জিয়া ।
তিনি অর্থ পাইলেন, বান্ধবী পাইলেন, পাগল হইলেন , কিন্তু প্রতিভা ? সেই ঈশ্বর প্রদত্ত প্রতিভাটি হারাইলো কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।